Pathan box office collection day 4: দেখে নিন শাহরুখ খানের জাদু বক্স অফিস কালেকশন

 Pathan Box Office collection day 4: দীর্ঘ চার বছর পর শাহরুখ খানের "পাঠান" (Pathan) সিনেমা দিয়ে ভাগ্য ফেরালেন বলিউডের। একের পর এক রেকর্ড করে চলেছে এই সিনেমা। মাত্র ৩ দিনে ৩০০ কোটি টাকা আয় করে ফেলেছে সিনেমাটি। বক্স অফিস কালেকশন।


শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন মুখ্য ভূমিকায় রয়েছে এই সিনেমায়। তবে কিছু সময়ের জন্য বলিউডের আর একজন জনপ্রিয় তারকা, সালমান খান এই মুভিতে অভিনয় করেছেন।

ভারতবর্ষে এত কম সময়ে এত বেশি আয় করা কোন সিনেমা নেই। আয়ের নিরিখে এটি কেজিএফ 2 (KGF 2) সিনেমাকেও ছাড়িয়ে গিয়েছে। মা দক্ষিণী সিনেমা কেউ পিছনে ছেড়ে দিয়েছে। এটি একটি অ্যাকশন থ্রিলার ফিল্ম।

Pathan box office collection
এটি পাঠান সিনেমার একটি দৃশ্য যেখানে শাহরুখ খান তার সিক্স প্যাক দেখাচ্ছে।

Pathan চতুর্থ দিনের বক্স অফিস কালেকশন

প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দিনের সম্পূর্ণ আয় ৩১৩ কোটি টাকার থেকেও বেশি। সিনেমাটি তৈরি হয়েছিল আড়াইশো কোটি টাকার বাজেট দিয়ে।

সংক্ষিপ্ত আকারে পাঠান ছবির বিবরণ

Aditya Chopra and Siddharth Anand দ্বারা প্রস্তুত করা এই সিনেমাটি  ‘যশ রাজ ফিল্মস’ (YRF) এ রিলিজ করা হয়। ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। ভেঙে দিয়েছে একের পর এক রেকর্ড। তৈরি করেছে কিছু নতুন রেকর্ড। 
প্রথম দিকে সিনেমাটির কিছু ফুটেজের জন্য সিনেমাটিকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। কারণ এই সিনেমাটির একটি অংশ ধর্মীয়ভাবে আঘাত করেছে তার জন্য। তবে এত বাধা সত্বেও এটি সিনেমা জগতে নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে। 

পাঠান সিনেমার গান 

পাঠান সিনেমার অন্যতম জনপ্রিয় গানটি হল 'বেশরম রং'। যদি তুমি তো হইচই ফেলে দিয়েছে দর্শকদের মনে। 
পাঠান সিনেমা বলিউডের ভাগ্য ফিরিয়ে দিয়েছে। এমনটাই বলছেন বিশ্লেষকরা। শাহরুখ খান আবার প্রমাণ করে দিয়েছেন তিনি বলিউডের কিং এবং বক্স অফিসের ও কিং।

একবার দেখে নেব এক নজরে এই সিনেমার সম্বন্ধে কিছু তথ্য 


Movie related queries Answers
Movie Name Pathan
Budget 250 crore. Total estimate collection in day 4 is 313 crore.
Movie producers Aditya Chopra and Siddharth Anand
Release date 25/01/23. By YRF Company
Actors Shahrukh Khan, John Abraham, Deepika Padukone and side actor Salman Khan
Total box office collection 313 crore
Shahrukh Khan upcoming movies Don 3

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.