IDBI Assistant Manager Job Recruitment 2023 -: শূন্য পদ ৬০০টি | এখনই এপ্লাই করুন

IDBI Assistant Manager Job Recruitment 2023 -: শূন্য পদ ৬০০টি। এখনই এপ্লাই করুন।

IDBI ব্যাংকের তরফ থেকে এসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরির আবেদন পদ্ধতি, যোগ্যতা, শূন্য পদ, বয়স ইত্যাদি জানতে আমাদের সঙ্গে থাকুন। এই সমস্ত তথ্য জানুন এবং ব্যাংকিং সেক্টরে আপনার ক্যারিয়ার তৈরি করুন।

IDBI Assistant Manager Recruitment 2023 - Notification Detail

আইডিবিআই ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা ব্যাংকিং সেক্টরে চাকরির সন্ধান করছিলেন তাদের জন্য এটি একটি মাধ্যম হতে পারে। এই নোটিফিকেশনে বলা হয়েছে চাকরিপ্রার্থীদের কে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। যেখানে ইংরেজির ওপর দক্ষতা ইত্যাদি যাচাই করা হবে। পরীক্ষায় পাশ করার পর তাদের কে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। যেখানে তাদের বিভিন্ন কমিউনিকেশন স্কিল, কাজ করার দক্ষতা ইত্যাদি চেক করা হবে।
এখানে আপনাদের জন্য কিছু টিপস যার ফলে আপনারা সাকসেস পেতে পারেন। চাকরির প্রয়োজনীয় ক্রাইটেরিয়া যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি। এছাড়া সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদির উপর নজর রাখতে পারেন।

Salary

আইডিবিআই ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের বেতন শুরু হবে ৩৬ হাজার টাকা থেকে এবং এটি সময়ের সাথে বাড়বে।

Vacancy Details for IDBI Assistant Manager

এই পদের শূন্য পদের সংখ্যা ৬০০টি। শূন্য পদের তথ্যগুলো নিচে দেওয়া হলো- 
  • UR - 224
  • SC - 190
  • ST - 17
  • OBC - 89
  • EWS - 60

Educational Qualification / চাকরি যোগ্যতা

এই চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে থেকে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট হতে হবে।
এ ছাড়া প্রার্থী কে অবশ্যই দুই বছরের ফাইনান্সিয়াল সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স 

চাকরিপ্রার্থীকে অবশ্যই ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অন্যথায় আবেদনের জন্য উপযুক্ত হবে না। তবে SC /ST সার্টিফিকেট থাকলে পাঁচ বছরের এবং ওবিসি থাকবে তিন বছরের ছাড় দেওয়া হবে।

আবেদন ফি 

এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ১০০০ টাকা দিতে হবে। এই টাকা ফেরত যোগ্য নয়। তবে যাদের এসসি এসটি ফিজিকাল সমস্যা রয়েছে তাদের জন্য সরকারি নিয়মে ছাড় দেয়া হয়েছে। তারা শুধুমাত্র দুশো টাকা দিয়েও আপ্লাই করতে পারবেন।

আবেদনের তারিখ 

  1. Date of Notification - 17.02.2023
  2. Starting Date of Online Application - 17.02.2023
  3. Last Date of Online Application - 28.02.2023

আশা করি আপনারা এই তথ্য থেকে উপকৃত হতে পেরেছেন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.