পাঠক্রম রচনার নীতি গুলি কি কি ? বিষয় কেন্দ্রীক এবং কর্মকেন্দ্রিক পাঠক্রমের পার্থক্য লেখ ? Ba 1st Semester Education Syllabus 2024

 প্রশ্ন: পাঠক্রম রচনার নীতি গুলি কি কি ? বিষয় কেন্দ্রীক এবং কর্মকেন্দ্রিক পাঠক্রম এর পার্থক্য লেখো ?




BA FIRST SEMESTER EDUCATION SYLLABUS




ভূমিকা : আধুনিক শিক্ষায় যে সকল গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তার মধ্যে অন্যতম একটি উপাদান পাঠক্রম। বর্তমানকালে পাঠক্রম শিশুকেন্দ্রিক। উনিশ শতকের শেষ ভাগ থেকেই আধুনিক পাঠক্রম প্রণয়নের কাজ শুরু হয়েছে। এই পাঠক্রম গঠনে বেশ কয়েকটি নীতি আছে এগুলি হল - 

  1. বিষয় নির্বাচন সংক্রান্ত নীতি :  আধুনিক পাঠক্রম রচনায় বিষয় নির্বাচন সংক্রান্ত নীতি গুলি হল - (a) প্রতিটি বিষয় শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্য আছে। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য গুলি বিশ্লেষণ করে পাঠক্রমের বিষয় নির্বাচন করা উচিত।(b) শিশু অর্থাৎ যার জন্য পাঠক্রম নির্বাচন করা হবে তার চাহিদা, আগ্রহ, ক্ষমতা, প্রবণতা সকল দিকের প্রতি নজর দিতে হবে।
Also Read

  1. পাঠক্রমের উপাদান বিন্যাসের নীতি :  পাঠক্রমের উপাদান বিন্যাসের নীতি গুলি হল-

  • সমন্বয় নীতি পাঠক্রম রচনার সময় শিক্ষার্থীর বৈশিষ্ট্য ও সামাজিক প্রত্যাশার মধ্যে সমন্বয় সাধন করা দরকার।
  • পাঠক্রম নির্ধারণের সময় ক্রমবিন্যাস এর নীতি অনুযায়ী বিভিন্ন বিষয়বস্তু বা অভিজ্ঞতাকে শিক্ষার্থীর মানসিক বিকাশের স্তর অনুযায়ী নির্দিষ্ট ক্রমে বিন্যস্ত করা উচিত।

  1. পাঠক্রমের প্রয়োগগত নীতি:  (a) পাঠ্যক্রমের কর্ম কেন্দ্রিকতার নীতি কে অনুসরণ করতে হবে।(b) পাঠক্রম রচনার সময় পাঠক্রম কে নমনীয় করে গড়ে তুলতে হবে।

** কর্মকেন্দ্রিক ও বিষয়কেন্দ্রিক পাঠক্রম এর মধ্যে পার্থক্য :  (a)  কর্মকেন্দ্রিক পাঠক্রমে যেকোনো কর্মকে বেশি গুরুত্ব দেয়া হয়। কর্ম অনুযায়ী শিক্ষার্থীদের কে বিভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়।

        কিন্তু বিষয়কেন্দ্রিক পাঠক্রম এ বিষয়বস্তুর নির্বাচন হলো সবচেয়ে বড় কথা। তবে শিক্ষার্থীর সামর্থ্যকে গুরুত্ব দেয়া হয়।

(b) কর্মকেন্দ্রিক পাঠক্রমের শক্ষার্থীকে হাতে-কলমে বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়।

       কিন্তু বিষয়কেন্দ্রিক পাঠক্রম এ শিক্ষার্থীরা তেমন কোনো শেখার সুযোগ পায় না। 

(c) কর্মকেন্দ্রিক পাঠক্রম বিদ্যালয় শিক্ষার মধ্যে মূলত সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে গণ্য হয়।

       কিন্তু বিষয়কেন্দ্রিক পাঠক্রম গতানুগতিক বা সহপাঠক্রমিক উভয় হতে পারে।

(d) কর্মকেন্দ্রিক পাঠক্রম মূলত আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব লাভ করেছে।

       কিন্তু বিষয়কেন্দ্রিক পাঠক্রম আধুনিক শিক্ষা ব্যবস্থায় তার গুরুত্ব অনেকটাই হারিয়ে ফেলেছে।

পরিশেষে বলা যায়,
আমাদের থেকে এই ধরনের প্রশ্ন উত্তর পেতে আমাদের এই ব্লগ ওয়েবসাইটটি কে ফলো করুন। এখানে আমাদের ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন ধরনের নতুন আপডেট খবর আবহাওয়া আরো অনেক এবং শিক্ষনীয় বিষয় ভিডিওর মাধ্যমে উপস্থাপিত করা হয় আপনারা চাইলে লিংকের মাধ্যমে ভিজিট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ব্লগ টি পড়ার জন্য ধন্যবাদ। আপনাদের কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে লিখে জানাবেন।

Today topic in this Article
  1. Education Questions and answer
  2. BA general education suggestion
  3. BA first semester education syllabus 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ